🎤 পড়ুনঃ-- দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে, প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোঃ
উসমান_জালালী_জাকির স্যার বলেছেন, ছেলেমেয়েদের এমনভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে, যাতে কর্মক্ষেত্রে গিয়ে তারা নিজেরাই যেন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে। এবং বিদেশে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা রয়েছে, তাই নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলেই কর্মসংস্থান যেমন হবে, তেমনি রেমিটেন্সও বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে, শুধু সচেতনতার অভাবে আমরা আমাদের আশপাশে থাকা সুযোগগুলোকে কাজে লাগাতে পারি না। পাস করে তারপর চাকরি বা ব্যবসার প্রস্তুতি নেব, এমন সময় সম্ভবত আমদের আর নেই। বিষয়টি আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের এই মুহূর্ত থেকে চিন্তা করতে হবে। অবশেষে একটি কথা নিশ্চিত করে বলতে চাই, যার_কারিগরি_দক্ষতা_আছে, তাকে_বেকারত্ব_স্পর্শ_করতে_পারে_না । - তারিখ: 2024-08-21 - তারিখ: 2024-08-21 |